শ্বশুর বাড়িতে নিজেকে কাজের মেয়ের মত লাগে। এই মনে হওয়া থেকে বের হবো কিভাবে?

1 Answers   3.5 K

Answered 2 years ago

আপনি কাজের মেয়ে হতে যাবেন ক্যান? আপনি তো রাব্বায়াতুল বায়াত (ঘরের রাণী, বানান ভুল হচ্ছে) । আপনার দায়িত্ব পালন করতে হবে তাহলে আপনি জয়ী হতে পারেন। আর এখানে আপনাকে দাসী বাদী হিসেবে নেওয়া হয় নাই।

বা কোনো মেয়ে কে কাজ করানোর জন্য বিয়ে দেওয়া হয় না। যদি ও আদিকালের সংস্করণ অনুযায়ী কিছু মানুষ শ্বশুরবাড়ি তে এমন আচরণ করে।

যদি খারাপ হয় তবে নিজের পরিবার দিয়ে বুঝান,স্বামী কে জানান,শ্বাশুড়ি কে বুঝায় বলবেন।

এসব চিন্তা আনবেন না, নেক আমল কামাই করেন। আপনি ও এই বয়সে পৌঁছাবেন। ধৈর্য্য ধরেন, কষ্টের সাথে আছে সুখ,

ফা ইন্নামাল ইউসরান ইউসরা, সূরা ইনশিরাহ।


Sopno Sopnil
sopnilsopno
359 Points

Popular Questions