Answered 2 years ago
যুক্তিসঙ্গত কারণেই কম হয়। একটি শো রুমের ক্ষেত্রে, শো রুমের সাজসজ্জা, (Interior decoration) কর্মচারীর বেতন, ইলেকট্রিসিটি খরচা, গ্রাহকের বসার ব্যবস্থা, গ্রাহক কে স্বাগত জানাতে, চা, কফি, কোল্ড ড্রিংকস এসব মিলিয়ে অনেক খরচ থাকে। সে সব খরচ কে, পণ্যের সাথে যোগ করে, পণ্যটির দাম নির্ধারণ করা হয়। শো রুমের বাইরে এসব আনুষঙ্গিক খরচ অনেকটাই কমে যায়, সেজন্য, একই প্রোডাক্ট শো রুমের দামের চাইতে, বাইরে কিছুটা কমে পাওয়া যায়।
suriyamimpi publisher