শেয়ার মার্কেটে কত টাকা বিনিয়োগ করলে মাসে ১০০০০ টাকা আয় করা সম্ভব?

1 Answers   8 K

Answered 2 years ago

শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলেই যে প্রতিমাসে আপনার আয় হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে আপনার আয় হবে তার গ্যারান্টি দিতে পারি।।

শেয়ার মার্কেট থেকে প্রতিমাসে আয় দেবার কোনো গ্যারান্টি নেয় কারণ শেয়ার মার্কেটে প্রত্যেকটা শেয়ারের দাম সবসময় ওঠানামা করে, একই জায়গায় শেয়ারের দাম স্থির থাকেনা।

কখনো দাম বাড়ে কখনো দাম কমে। আপনার কেনা দামের থেকে দাম বাড়তে দেখে আপনি বেচে দিলে আপনার লাভ হবে কিন্তু যখন দাম পড়তে থাকে তখন ধৈয্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় থাকেনা।।কখনো কখনো অনেকটা সময় লাগে দাম উঠতে।। এক্ষেত্রে অনেক সময় ঝুঁকিও থাকে।।

আপনি যদি কোনো রকম ঝুঁকি না নিয়ে প্রতিমাসে ১০০০০ টাকা আয় করতেই চান একটা নিদিষ্ট পরিমান টাকার বিনিময়ে, তাহলে তা শেয়ার মার্কেট সম্পর্কিত কোনো ভালো জায়গায় বিনিয়োগ করে করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার স্থির মুলধনের উপর মাসিক (2%/MONTH)সর্ব্বোচ্চ দুই শতাংশ পর্যন্ত পাবেন।। মানে আপনি যদি মিনিমাম (৫,০০,০০০)পাঁচলাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি মাসে ১০০০০(দশ হাজার) টাকা করে আয় করতে পারবেন। তারমানে বছরে আপনার আয় হচ্ছে ১২০০০০(একলাখ কুড়ি হাজার) টাকা ৫ লাখ টাকার বিনিময়ে কোনোরকম ঝুঁকি (রিক্স) না নিয়ে।।

নোট: আপনি যদি নিজে ধৈর্য ধরে ঝুঁকি নিয়ে ৫ লাখ টাকা শেয়ারে বিনিযো়গ করেন তাহলে আপনি এটাকে ৩থেকে ৫গুণ করে নিতেও পারবেন।।

ধন্যবাদ।।

Deloar Mahmud
Deloar Mahmud
647 Points

Popular Questions