শেষমেষ বাংলাদেশ কেন ব্রিক্স-এ যোগদান করতে পারল না, ভারত কি একটুও সাহায্য করতে পারল না?

1 Answers   8.7 K

Answered 1 year ago

এটির আসল উত্তর ছিল: শেষমেষ বাংলাদেশ কেন ব্রিক্স এ যোগদান করতে পারল না, ভারত কি একটুও সাহায্য করতে পারল না? ও আই সি, ডি ৮ ইত্যাদির মত পিকনিক সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশ কে বেশ মানায়, যাদের বৈশ্বিক নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত নিতে হয়না। অন্যদের সিদ্ধান্ত অনুসরণ করলেই হলো । শুধুমাত্র ছবি তোলার জন্য ব্রিক্স সম্মেলন এ যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ এর প্রধান মন্ত্রী। ব্রিক্স বেশ রিস্ক নিয়ে এগুচ্ছে, ডলার কে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রায় লেনদেন করতে যাচ্ছে তারা । এমন সাহসী উদ্যোগ নিতে পারে খুব কম দেশ। এতে ডলারের একচেটিয়া বাজার ধ্বংস হতে পারে, মার্কিন অর্থনৈতিক ও সামরিক দাপট কমে যেতে পারে। বিশ্বে ডলারের দাম, তেলের দাম কমলে বাংলাদেশে বাড়ে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন অদ্ভুত দেশকে সদস্য করলে ব্রিক্স এ ফাটল ধরতে পারে। সেটা আরেকটা ন্যাম এর মতো কাগুজে সংগঠন হবে। মনে আছে কিনা জানিনা বাংলাদেশে ন্যাম সম্মেলনের পর ই সেটি হারিয়ে গেছে। যদি ডলার কে পাশ কাটানোর কথা বলা হয়, সংগঠনের পক্ষ হতে, বাংলাদেশ কি তা বহন করতে পারবে? তাহলে না জেনে আগ বাড়িয়ে সদস্য হওয়ার এতো আকুতি কেন?
Rehena Khatun
renurekhena
411 Points

Popular Questions