শেখ হাসিনা কি তাহাজ্জুদ পড়েন?

1 Answers   4.7 K

Answered 2 years ago

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন, তিনি তাহাজ্জুদ পড়েন। যদিও, আমি উনাকে তেমন বলতে শুনিনি। সংবাদপত্রে পড়েছিলাম। তবে, সংসদ অধিবেশনের একটি ভিডিও দেখেছিলাম, যেখানে তিনি বলেছিলেন - তিনি সকালে উঠেই যায়নামাজ খোঁজেন। এই ঘটনাটা আমি একেবারে নিজের চোখে (ভিডিও) দেখেছি।

আমাদের জনগণ, রাজনৈতিক নেতাদের কথা সহজে বিশ্বাস করে না। তাই আসুন, বিষয়টা প্রমাণ করার চেষ্টা করি।

গত নির্বাচনে, বিভিন্ন দলের প্রচারনার ভেতরে দুইটা প্রচারনা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলো। একটি ছিলো, নতুন প্রজন্মের ভোটারদের জন্য মির্জা ফখরুল এর ভিডিও বার্তা। আরেকটি ছিলো ডঃ কামাল এর "ভোটকেন্দ্র দখল ঠেকাও" টাইপের পরামর্শ।

ডঃ কামাল এর প্রচারণাতে, মোটামুটি সরাসরি বলা হয়েছিলো - ভোটের দিন ফজর এর নামাজের পরে জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে "ভোটকেন্দ্র দখল", "জাল ভোট" ইত্যাদি ঠেকাবে। তার সেই উৎসাহতে খুব বেশী কাজ হয় নি। কিন্তু, কিছু কিছু অঞ্চলের মানুষ সত্যিই ফজর এর নামাজের পরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিল।

ফজর এর নামাজের পরে, ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দেখেছে - অনেক আগেই ব্যলোট বাক্স ভরে গেছে। ফজর এর নামাজের আগেই ব্যলোট বাক্স ভরে ফেলতে হলে, কাজটি কখন করতে হয়? উত্তর: তাহাজ্জুদ নামাজের সময়।

শেখ হাসিনা যদি তাহাজ্জুদ না পড়তেন, তাহলে সেদিন তিনি সকালে উঠে দেখতে পেতেন, ক্ষমতা হাতছাড়া হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা তাহাজ্জুদ পড়েন, সকালে উঠেই যায়নামাজ খোঁজেন। এজন্য, বিরোধীরা যত সকালেই উঠুক না কেন, কিছুই করতে পারে না।


Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions