শেখ হাসিনা কি খবর দেখেন বা পত্রিকা পড়েন?

1 Answers   6.6 K

Answered 2 years ago

আমার মনে হয়, শেখ হাসিনা বেশ ভালোই পত্রিকা পড়েন। পত্রিকা পড়ে ওনার যাতে মন খারাপ বা রাগ না হয়, এজন্যে বাংলাদেশের সংবাদপত্রগুলোকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয়। সরকারের বিরুদ্ধে পত্রিকাগুলো স্পষ্টভাবে লিখতে পারে না। যদি কিছু লেখে তাতেও শেখ হাসিনাকে ম্যানেজ করার চেষ্টা থাকে। "মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত চেষ্টা সত্বেও…." টাইপের কথা দিয়ে শুরু করে তারপর সরকারের সমালোচনা করে পত্রিকাগুলো।

কোন সন্দেহ নেই শেখ হাসিনা একজন অতি প্রশংসাপ্রিয় মানুষ। সমালোচনা সহ্য করার সুশিক্ষা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। উনি বাংলাদেশের পত্রিকাগুলোকে চিড়িয়াখানা বানিয়ে রেখেছেন। সাংবাদিকরা যেন পোষাপ্রাণীর মত নিস্তেজ আর প্রভুভক্ত।

তবে, ওনার পোষা সাংবাদিকদের উনি খুশি রাখেন। আর যারা পোষ মানে না তাদের পিছনে হিংস্র হায়েনাদের লেলিয়ে দেন। আমি স্বৈরাচার হাসিনার দ্রূত পতন কামনা করি।


Rashed Rimon
rashedrimon
509 Points

Popular Questions