আমার কাছে মনে হয় না।কারন দেশের এই আর্থিক সংকটের মধ্যে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তারা এত বছর ক্ষমতায় না থাকার কারণে তাদের সকল নেতাকর্মীরা যে পরিমাণ ক্ষুধার্ত হয়ে আছে সেখানে তারা ক্ষমতায় আসলে দেশের যে কতটা উন্নতি করবে সেটা তো বোঝাই যাচ্ছে। আমি কোন রাজনীতিবিদ না সাধারণ মানুষ হিসেবে সাধারণ চিন্তাভাবনা থেকে কথাটা বললাম। আমরা সাধারণ পাবলিক বিএনপি আসলেও আমাদের কোন সমস্যা নেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আমাদের কোন সমস্যা নেই। যে দলই ক্ষমতায় থাকুক আমাদের বিশেষ কোনো সুবিধা নেই। সব দলই আগে নিজের স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক।
Kani publisher