শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিরোধী দলসহ সাধারণ মানুষের দ্বারা গড়ে উঠা আন্দোলনকে যেভাবে দমন-পীড়ন চালিয়ে স্তব্ধ করে দেয়, এই একই কায়দায় মাহিন্দা-গোতাবায়া কেন জনতাকে দমন করতে পারেনি?

1 Answers   9.7 K

Answered 2 years ago

কারন বাংলাদেশে এখনও পর্যন্ত যথেষ্ঠ পরিমাণ সরকারবিরোধী লোক তৈরী হয়নি যারা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে আসবে। শ্রীলংকায় মানুষের জীবনে সীমাহীন বিপর্যয় নেমে এসেছে। সেখানে জীবনধারন করা দিনকে দিন কঠিনতর হয়ে উঠছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ বন্দুককে আর ভয় পায় না কারন তার আর হারানোর কিছু থাকে না।

আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল সরকারি বাহিনীর আচরন। মনে রাখতে হবে, সরকারি চাকুরীতে এবং বিভিন্ন বাহিনীতে যারা কাজ করে তারাও কিন্তু ঐ দেশেরই নাগরিক। আপনি যদি মনে করেন দেশের ৮০ ভাগ লোক সরকার বিরোধী তার মানে হল ৮০ ভাগ পুলিশও সরকারবিরোধী, ৮০ ভাগ সেনাবাহিনীও সরকার বিরোধী, ৮০ ভাগ আমলাও সরকারবিরোধী। ৮০ ভাগ সরকার বিরোধী লোক দিয়ে কোন সরকার টিকে থাকতে পারেনা। শ্রীলংকায় সরকার পতনের একটা বড় কারন হল সরকারের প্রতি সরকারি কর্মচারীদের অনাস্থা। যেহেতু দেশের বেশীরভাগ মানুষ অর্থনৈতিক মন্দায় সরকার বিরোধী হয়ে পড়েছে, বেশীরভাগ সরকারি কর্মচারীরাও সরকারবিরোধী হয়ে পড়েছে। তাই সরকারের পতন ঠেকানোর জন্য তাদেরকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions