শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনা এদের মধ্যে কাকে আপনি আগে রাখবেন?

2 Answers   4.4 K

Answered 2 years ago

এদের কাউকেই রাখবো না কারণ

শেখ মুজিব — হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ২৫ শে মার্চের পর সন্দেহ জনক। রাজনৈতিক নেতাদের মধ্যে আদর্শবান ও আন্তরিক ভাবে স্বাধীনতা চেয়েছিলেন জাতীয় চার নেতা তার মধ্যে তাজ উদ্দিন আহমেদ অন্যতম।

জিয়াউর রহমান- প্রশ্নই আসে না কারন এ খুবই ধূর্ত শেয়ালের মতো পাকিস্তানের স্পাই ছিল।

এরশাদ — লম্পট ও দূরচরিত্রে অধিকারী , নিজের ক্ষমতার জন্য এমন কিছু নাই যে সে করে নাই শেষ পর্যন্ত রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা দিয়ে ক্ষমতা রক্ষা করতে চেয়েছিল।

খালেদা জিয়া-- অযোগ্য ও এরশাদের মতো কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারিণী। স্বামীর নাম বেঁচে রাজনীতি করে।

শেখ হাসিনা— শিক্ষিত তবে নিজের যোগ্যতায় নয় বাপের নাম বেঁচে রাজনীতি করে। ক্ষমতা থাকলে কথায় কথায় বাপের নাম ভাঙাতো না।

নিজেও কিছু স্বপ্ন দেখতো কিন্তু তা করে সবাই শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে।

বাংলাদেশের সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যদি কাউকে আগে রাখতে হয় তবে রাখা উচিত জাতীয় চার নেতাদের এবং পরবর্তীতে ফখরুল — মইনুদ্দিন কে, যারা বাংলাদেশের জন্য কিছু করার জন্য চেষ্টা করেছিল।

Bappy Adnan
bappyadnan
334 Points

Answered 2 years ago

ত্যাগ,সংগ্রাম,মানবপ্রেমে —শেখ মুজিব।

সুযোগসন্ধান, ষড়যন্ত্র, নৃশংসতায়- জিয়া।

চালাকি, বাটপারি, ভাড়ামিতে- এরশাদ।

মেক আপ, সাজুগুজু আর পোশাক বিলাসিতায়- খালেদা জিয়া।

রাজনৈতিক বিচক্ষণতা, শিক্ষাগত যোগ্যতায়- শেখ হাসিনা।

Ripon Ahmed
riponahmed
311 Points

Popular Questions