Answered 2 years ago
খুব একটা ভেবে চিন্তে মানুষ আসলে এসব প্রশ্ন করে না। আসলে এসব প্রশ্নের কোনো সদুত্তর হয় না। রবীন্দ্রনাথ নোবেল না পেয়ে নজরুল নোবেল পেলে কি হত? এই প্রশ্নটি যেমন অবান্তর, তেমনি শেখ কামাল বা শেখ জামাল বেঁচে থাকলি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতেন কি হতেন না এই প্রশ্নটিও তেমন অবান্তর।
কি হলে কি হতে পারত, কি না হলে কি হতে পারত না এসব অপ্রয়োজনীয় চিন্তা না করে নিজের কাজে মনোযোগী হওয়াই ভাল।
Anika publisher