শুনেছি যাদের বাচ্চা হয় না, তারা সারোগেসির মাধ্যমে বাচ্চা জন্ম দেয় তো ওই সারোগেসি মানে কী?

1 Answers   8.3 K

Answered 2 years ago

মার দেহ থেকে নিষিক্ত ডিম্বানু নিয়ে অথবা বাবার শরীরের শুক্রাণু আর মার দেহ থেকে ডিম্বানু নিয়ে কৃত্তিমভাবে নিষেক ঘটিয়ে অন্য কোন নারীর দেহে প্রতিস্থাপণ করা হয়। যার গর্ভে বাচ্চা বড় হয় তাকে সারোগেট মা বলা হয়।

অনেক সময় অনেক নারী শারীরিক সমস্যার কারণে বাচ্চা ধারণে অক্ষম হন, কারো ইউটেরাসে সমস্যা থাকলে বাচ্চা জন্মদানে মা ও শিশুর জীবনঝুঁকি থাকে, অথবা কেউ হয়তো বাচ্চা জন্মদানের প্রক্রিয়াতে যেতে চান না - তাদের জন্য সারোগেসি একটা সমাধান। সব সময় যে অর্থের বিনিময়ে সারোগেসি করা হয় তা না, অনেক সময় পরিবারের নিকট সদস্যও সারোগেট মা হয়ে থাকেন।

তবে ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়ন হলে সারোগেশন হয়তো যন্ত্রের মধ্যেই করা যাবে। কোন নারীকে হয়তো আর প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে না।

Hafiza Sultana
hafizasultana
274 Points

Popular Questions