Answered 2 years ago
আপনি যদি শুধু লিনাক্স ভালোভাবে শিখে নিজেকে ট্রেইনার বানাতে পারেন, তাহলে লিনাক্স এর জন্য ট্রেইনিং এর আয়োজন করে উপার্জন করতে পারেন। কিন্তু ইচ্ছা যদি থাকে ডেভেলপার হিসেবে উপার্জন করতে, তাহলে শুধু লিনাক্স শিখে হবে না। এর পাশাপাশি আপনি যদি নেটওয়ার্কিং তা শিখে নেন, তাহলে ডেভ-অপ্স বা সিস-অ্যাডমিন হিসেবে অনেক ভালো উপার্জন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখলে তো উপার্জন করতে পারবেনই।
sojibsahriar publisher