শুধু বাংলা ও হিন্দি কথা জেনে চেন্নাই শহরে কি থাকা ও সব কাজ করা সম্ভব?

1 Answers   13.3 K

Answered 2 years ago

অসম্ভব। এ এক অসম্ভবের কথা আপনি বললেন। কিন্তু আপনি তো ভারতীয়। আপনার তো জানা উচিত যে চেন্নাই শহরে একমাত্র ঐ রাজ্যের মাতৃভাষা তামিল আর ইংরেজী ছাড়া অন্য কোনো ভাষা অচল। আপনি অন্য কোনো ভাষায় কথা বলতে চাইলেও আপনার কথা কেউ বুঝবে না। বোঝবার চেষ্টাও কেউ করবে না। তবে আপনি ঐ চেষ্টাটা একবার করে দেখতে পারেন। কোনো লাভ হবে না যদিও। এইটাতো আপনি নিশ্চয় জানবেন যে, চেন্নাই পশ্চিমবঙ্গের মত কোনো রাজ্য নয় যেখানে বাঙালীকে হিন্দীতে কোনো প্রশ্ন করলে, উত্তরদাতা নির্দ্ধিধায় হিন্দীতে উত্তর দেয়। তা সে ভাষায় সড়গড় হোক, আর চাই না হোক।
Shajidur Rahaman
rahamanshajidur
284 Points

Popular Questions