Answered 2 years ago
এই ধরণের ৯৯.৯৯% সাইট ই fake, এইভাবে টাকা ইনকাম করার চেষ্টা করা সময় নষ্ট ছাড়া কিছুই না। আর ও কিছু সাইট আছে যেখানে শুধু একে অপরকে জয়েন করানো হয় এবং টাকা পাওয়া যায় , এগুলো আরোই ফালতু, ভুলেও জয়েন করবেন না কারণ এই ধরনের কাজে আপনি কোনো value add করছেন না, কেউ নিজে টাকা খুইয়ে আপনাকে জয়েন করাচ্চ্ছে আবার আপনাকেও সেই একই কাজ করতে বলবে।
এমন কিছু করুন যেগুলো সত্যি কোনো কাজ, যেমন ফ্রীল্যান্সিঙ, ব্লগ্গিং, ইউটিউবে ভিডিও ক্রিয়েশন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইত্যাদি।
কোনো কাজ করতে হবে না অথচ টাকা আসতে থাকবে এরম চিন্তা যত তাড়াতাড়ি দূর করা যায় ততই ভালো।
Moushumi Hamid publisher