শীতাতপ যন্ত্র (এসি) কি সৌর বিদ্যুৎ (সোলার) দিয়ে চালানো যায়?

1 Answers   7 K

Answered 2 years ago

খুব ভালো প্রশ্ন।

হ্যা। চালানো যায়। যেহেতু আমাদের মত দেশে বিশ্ব উষ্ণায়নের জন্য এসির ব্যবহার দিন দিন বাড়ছে। এই ব্যবস্থা এখন খুবই প্রয়োজনীয়।

প্রথমত বুঝতে হবে যে সৌর বিদ্যুৎ দু রকম ভাবে ব্যবহার করা যেতে পারে, ১. অফ গ্রিড এবং ২. অন গ্রিড।

১. অফ গ্রিড সৌর বিদ্যুতের ক্ষেত্রে দিনের আলোর অনুপস্থিতে যেহেতু বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে বা মেঘলা দিনে কম বিদ্যুৎ উৎপাদন হয়, তাই ব্যাটারী ব্যবহার করতে হবে। দিনের বেলা ব্যাটারী চার্জ করে রাখতে হবে। একটি ১ টন এসি চালানোর জন্য অন্তত ১.৫ kw সোলার প্যানেলের ব্যবস্থা রাখতে হবে। এবং অনেক ( ৪ টা ১২v, ১৫০ AH লেড অ্যাসিড ব্যাটারী) দরকার পরবে।

এসি যত বেশি হবে তত বেশি সোলার প্যানেল এবং ব্যাটারী ব্যবহৃত হবে।

২. অন গ্রিড ব্যবস্থা থাকলে দিনের বেলা সৌর বিদ্যুৎ যেমন এসি চালাবে আবার তার সাথে সাথে যেই উৎপাদিত বিদ্যুৎ অপ্রয়োজনীয় (অফ গ্রিডের ক্ষেত্রে এই এক্সট্রা বিদ্যুৎ টাই ব্যাটারী চার্জ করতে ব্যবহৃত হয়) সেটা গ্রিডকে দেবে। আর রাতে এসি চলবে গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে।

দুটি ক্ষেত্রেই ডিসি ডিসি কনভার্টার ( যা সোলার প্যানেল থেকে সর্বাধিক বিদ্যুৎ নিতে পারে) এবং ইনভার্টার ( যা প্যানেলের ডিসি কারেন্ট কে এসির বা গ্রিডের প্রয়োজনীয় এসি কারেন্টে রূপান্তরিত করে) ব্যবহৃত হবে।

Anis
Anis
238 Points

Popular Questions