শীতকালে পিঁপড়ার উপদ্রব কম থাকে, কিন্তু গরম পড়ার সাথে সাথে পিঁপড়ার উপদ্রব বেশি হয় কেন?

1 Answers   10.2 K

Answered 2 years ago

পিঁপড়েরা শীতের আগে অর্থাৎ শরৎকালে প্রচন্ড পরিশ্রম করে নিজেদের বাসস্থানে খাদ্য জমায় যা প্রধানত কার্বোহাইড্রেট হয়ে থাকে। শীত পরার সঙ্গে সঙ্গে ওদের শরীরের তাপমাত্রা বেশ পরে যায় । তখন ওরা গর্ত থেকে বেরোয়না বরং আরও গভীরে ঢুকে যায়। নিজেদের সমস্ত সক্রিয়তা সংহত করে এক স্থানে জড় হয়ে জমানো খাবার অল্প অল্প করে খেয়ে শরীরে শর্করা ও চর্বি বাড়ায় যাতে শরীরে তাপ উৎপন্ন হতে পারে । এই অতিরিক্ত খাবার যা শরীরে জমে তা শীতের পর গরম পরলে আবার কঠিন পরিশ্রম করে খাবার আহরন করতে গিয়ে ঝড়ায় ।

Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions