শীতকালে কিছুক্ষণ টিউবওয়েলে চাপ দেওয়ার পর গরম পানি বের হয় আর গরমকালে ঠান্ডা পানি। কিন্তু কেন?

1 Answers   12.3 K

Answered 2 years ago

মাটির নিচের জল যা টিউবওয়েলের বা অন্য মাধ্যমে তোলা হয়, যেকোন ঋতুতে তার তাপমাত্রা একই থাকে, তার কোন পরিবর্তন হয় না। অর্থাৎ মাটির নিচের জলের তাপমাত্রা শীতকালে যা থাকে গরমকালেও তাই থাকে। কিন্তু শীতকালে বাইরের তাপমাত্রা যখন কমে যায় তখন মাটির নিচের জলের তাপমাত্রা তুলনায় বেশি গরম থাকার ফলে ঐ জল বেশি গরম বলে অনুভূত হয়। পক্ষান্তরে, গরমকালে বাইরের তাপমাত্রা বেশি থাকার জন্য এবং মাটির নিচের জলের তাপমাত্রা তুলনায় কম থাকায় গরমকালে মাটির নিচের জল অধিকতর ঠান্ডা অনুভূত হয়। এছাড়া অন্য কোন কারণ নেই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।


Deksha Sharma
dekshasharma
187 Points

Popular Questions