শাহেদ আলী কে ছিলেন? শেখ মুজিব তাকে চেয়ার দিয়ে পিটিয়ে মেরেছিলেন কেন?

1 Answers   13.9 K

Answered 2 years ago

বঙ্গবন্ধুর নামটা সঠিক ভাবে লিখতে কার্পণ্য কেন? 'শেখ মুজিব' মনে হয় পরিবারের কোনো একজন গুরুত্বহীন সদস্য। তুচ্ছ-তাচ্ছিল্য করে যে কোন নামেই ডাকা যায়। একটি মতলববাজ গ্রুপ তাঁকে হেয় করার জন্য ইদানিং আদাজল খেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গন্ধ ছড়াচ্ছে।

একথা সর্বজন বিদিত শাহেদ আলীকে হত্যা করেতে মুখ্য ভূমিকা পালন করেছিল মুসলিম লীগের নেতা ফরিদপুরের মোহন মিয়া। অনেক প্রত্যক্ষদর্শীও জীবিত আছেন। তাকে হত্যার মাধ্যমে আইয়ুব খানকে ক্ষমতা দখলের একটা বাহানা উপহার দেওয়ার হয়তো উদ্দেশ্য ছিল। নেহায়েৎ গঞ্জিকাসেবক না হলে শাহেদ আলীকে বঙ্গবন্ধু পিটিয়ে হত্যা করেছে বলে চিন্তাও করতে পারবে না।


Ujjol Ahmed
ujjolahmed
566 Points

Popular Questions