Answered 2 years ago
গ্লোবাল ও কাস্টম রমের পার্থক্য
GLOBAL VERSION (গ্লোবাল ভার্সন) হলো ইন্টারন্যশনাল ভাবে মোবাইলের যে ভার্সন ব্যবহার করা হয় তাকে বোঝায়। যেটি আন্তর্জাতিকভাবে সব দেশ ব্যাবহার করে। যেমনঃ- আপনি একটা রিয়েলমি বা শাওমির মোবাইল ক্রয় করলেন এক ভার্সনে যেটা সেই সময়ের ভার্সন ছিলো কিন্তু কিছুদিন পর সেই স্মার্টফোনের নতুন ভার্সন আপডেট আসলো যেটা অফিসিয়াল ফোন হলে গ্লোবলি আপডেট করতে পারবেন। কিন্তু আন অফিসিয়াল ফোনের গ্লোবাল ভার্সন আপডেট করা সম্ভব নয়। এটা একটা বড় সমস্যাই বলতে পারেন।
★গ্লোবাল রম চেনার উপায় কি?
আপনার মোবাইলের SETTINGS এ গিয়ে ABOUT PHONE থেকে গ্লোবাল রম ভার্সন দেখা যায়। যেমন – MIUI GLOBAL 8.0 । STABLE 8.0.2.0 (MAAMIDG)
★মোবাইলের রম প্রধানত ২ প্রকার হয়ে থাকে যথা-
১. অফিসিয়াল রম।
২. কাস্টম রম।
★শাওমি অফিসিয়াল গ্লোবাল রম চার প্রকার-
1. GLOBAL STABLE ROM
2. GLOBAL BETA/DEVELOPER ROM
3. CHINA STABLE ROM
4. CHINA BETA/DEVELOPER ROM
MIUI GLOBAL লিখা থাকা ও নিচের লাইনে ব্রাকেটের মধ্যে তিন ডিজিট পরে MI লিখা থাকার অর্থ হচ্ছে এটা XIAOMI (শাওমি) এর অফিসিয়াল GLOBAL রম ফোন।
আবার যদি আপনার মোবাইলে XIAOMI এর অফিসিয়াল CHINESE রম ইন্সটল থাকে তাহলে উপরে শুধু MIUI লেখা থাকবে। কিন্ত GLOBAL লেখাটা থাকবে না।
আবার ব্রাকেটের মধ্যে ৩ ডিজিট পরে MI এর পরিবর্তে CN লেখা থাকে তাহলে CN মানে চাইনিজ রম। যেমন- MIUI 8.0 | STABLE 8.0.6.0 (MBECNDG)
আবার প্রথম লাইনে STABLE লেখা আছে তার মানে আপনি স্টেবল রম, যে রমে কোনো BUG থাকবে না । যদি DEVELOPER ROM এ থাকতেন তাহলে STABLE এর পরিবর্তে BETA লেখা থাকবে। আর STABLE এবং BETA ২ টাই অফিসিয়াল রম।
নিচের লাইনের প্রথমেই যে চারটা ডিজিট থাকে যেমনঃ 8.0.2.0 এটা হলো এখানে অফিসিয়াল স্টেবল রমে সেটা চাইনিজ হোক বা গ্লোবাল হোক অবশ্যই প্রতি বিন্দুর পরে একটা করে ডিজিট থাকবে। সব মিলে চারটা ডিজিটের বেশি একটাও অক্ষর থাকবে না।
Mohon Ali publisher