Answered 2 years ago
ফালতু না বলে আরো অনেক কিছু বলতে পারেন তবে ফালতু নাহ
তারা হচ্ছে লিটল বিট দুষ্টু
তারা কম দামে অনেক ভালো কনফিগারেশনের মোবাইল দিয়ে থাকে যা এর আগে কেউ করেনি !
তাই তো গরীবের আইফোন
Apple Love China - বলার কারণ এটাই মূলত
তারা আইফোনের সবকিছুই ফলো করে হমোবমোবাইল ও তাদের আচার-ব্যবহার - তবে দামের ক্ষেত্রে না
শাওমীর সি,ই,ও এপলের প্রতিষ্টাতাকে ও অনুসরণ করেন যেমন : স্টিভ জবস কোনো নতুন মোবাইল রিলিজের সময় জিন্সের প্যান্ট ও ব্ল্যাক কালারের টিশার্ট পড়তেন যা শাওমীর প্রতিষ্টাতা ও করে থাকেন
এভাবেই তারা ধীরেধীরে মানুষকে কম দামে ভালো ফোন দিয়ে তারা মোবাইল বিক্রিতে এপলকেই পিছনে ফেলে দিয়েছে যা খুবই হাইস্যকর
তাদের ব্যবসায়ের স্ট্রেটিজি অনেক ভালো - মাত্র 5-6% লাভে মোবাইলগুলো বিক্রি করে দেয় আবার দারাজ ও ইভ্যালিতে তো ফ্ল্যাশসেল তো আছেই।
এখন কথা হচ্ছ তারা এতকম দামে কিভাবে মোবাইলগুলো দিয়ে তারা বাজারে টিকে আছে?
খুবই জটিল প্রশ্ন!
আসলে তাদের আয় তাদের এপস্টোর থেকে - যেখানে পেইড এপগুলো পাওয়া যায় আর দ্বিতীয় হচ্ছে বিজ্ঞাপন যা একেবারেই বাজে বিষয়
এজন্যই তাদের মোবাইলকে ভালো লাগে নাহ
এটা আমার কথা না এটা ইউজারদের ফিডব্যাক থেকে নেওয়া।
এতবেশি বিজ্ঞাপনের জন্য মোবাইল বেশিদিন তেমন ভালো পারফরমেন্স করে নাহ
যাইহোক এছাড়া শাওমী অনেক সেরা
আবার শাওমীকে পিছনে ফেলতে দিনরাত কষ্ট করে যাচ্ছা ওপ্পো,ভিবো ও ওয়ানপ্লাসে আপন ভাই রিয়েলমি !
ধরে নিন শাওমী এবার ঠ্যালা নিবে।
কারণ শাওমী বর্তমানের তাদের মোবাইলের দাম আগের চেয়ে একটু বাড়িয়ে নিয়েছে
একটা বলতেই হয় শাওমী আমাদের মতো অসহায়দের পাশে দাড়িয়েছে।
আরসবচেয়ে মজার বিষয় আমি শাওমীর মোবাইল ব্যবহার করিনি
তবুও তাদের এত গুণগান
তবে সেরা মোবাইল আইফোনই
শাওমী এর ধারে কাছে ও নেই
কি থেকে কি বলে ফেললাম
আচ্ছা আজ এই পর্যন্তই
আল্লাহ হাফেজ।
rakibafsar publisher