শয়নকক্ষকে কীভাবে শব্দ নিরোধক (সাউন্ড প্রুফ) বানানো যায়?

1 Answers   2 K

Answered 2 years ago

যেকোনো কক্ষকে সাউড প্রুফ করা একটি শক্ত কাজ। এর জন্য নিচের কাজগুলো করতে পারেনঃ

১. প্রত্যেক দিকের দেয়াল এবং ছাদে ফোম বা ককশিট জাতীয় কিছু দিয়ে তার উপর আবার হার্ডবোর্ড দিয়ে ২ টি লেয়ার করতে পারেন। ককশিট ও দেয়ালের মাঝে কিছুটা ফাঁকা থাকলে ভাল হয়।

২. জানালা দরজা সম্ভব হলে কাঁচের করতে হবে। অথবা সাধারন দরজার পর আরেকটি কাঁচের দরজা দিতে হবে।

৩. দরজা জানালার উপরে নিচে বা পাশে যে ফাঁকা থাকে সেখানে রাবার জাতীয় কিছু দিয়ে দিতে হবে।

৪. মাটিতে রাখা আসবাবপত্র যা রাস্তায় ভারি গাড়ি চলাচলের কারনে বা অন্যান্য কারনে কেঁপে উঠতে পারে তার নিচে ফোম বা রাবার শিট দিয়ে রাখতে হবে।

৫. ফ্লোরে সাউন্ড প্রুফ ম্যটেরিয়াল দিতে হবে।

শয়নকক্ষ সাউন্ড প্রুফ করলে আপনাকে নিরাপত্তার দিকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। যেমন বাইরে কোনও বিপদ যেমন ভুমিকম্প বা অগ্নিকান্ড হলে ভেতর থেকে যেন বোঝা যায়। বা ভেতরে কেউ আটকা পড়লে বা অসুস্থ হয়ে পড়লে এমারজেন্সিভাবে বাইরে খবর পাঠানো বা ভেতরে ঢোকার ব্যবস্থা এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে।


Ahmed Shopno
ahmedsopno
412 Points

Popular Questions