শয়তান কিভাবে আমাদের ধোঁকা দেয়? এগুলো কি শয়তানের ধোঁকা নাকি মনের ইচ্ছা?

1 Answers   9.8 K

Answered 2 years ago

ফেসবুকে একজন লোকের সাথে পরিচয় হলো। লোকটির সাথে কিছুক্ষন মেসেজ চালাচালি করার পরে, সে আপনাকে একটি ফাইল পাঠালো। সেই ফাইলটি ওপেন করার পরে, দেখা গেলো, আপনার মোবাইলে সেভ করে রাখা সবগুলো ছবি ও ফোন নম্বর মুছে গেলো। হ্যাঁ, ওই ফাইলটি ছিলো একটি ভাইরাস।

আপনার সাথে কখনো এমন ঘটেনি। কিন্তু আপনি ঘটনাটা বুঝতে পারেছেন। মাত্র ৫০ বছর আগেও, এই ঘটনাটা কাউকে বলে বোঝানো যেতো না। অচেনা একজন মানুষ, দূর থেকেই আপনার ক্ষতি করতে পারে, সেটা আগেকার দিনের মানুষ বুঝতো না।

আজকের দিনে, আপনারা এই জিনিসটা জানেন, বোঝেন। এজন্যই শয়তানের বিষয়টা বুঝতে সুবিধা হবে। শয়তান দূরে থেকে, না ছুয়ে, আপনার ক্ষতি করতে পারে। কিভাবে ক্ষতি করে? আপনার মনে চিন্তা দেয়। আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দিয়েছেন। শয়তান সরাসরি, আপনাকে চিন্তা দিতে পারে।

বিষয়টা ভালোভাবে বুঝুন - মনের চিন্তা। শয়তান আপনার মনে চিন্তা দেয়।

আল্লাহ আপনাকে ভালো ও মন্দ উভয় কাজ করার ক্ষমতা দিয়েছেন। আপনি নিজের মনে চিন্তা করে, নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিয়ে্‌, ভাল বা মন্দ কাজ করেন। আপনার চিন্তার ভেতরে, শয়তান আরো কিছু চিন্তা ঢুকিয়ে দেয়। সেই চিন্তাগুলোর জন্য আপনার পাপ করার ইচ্ছা বাড়ে।

শয়তানের দেওয়া এই চিন্তাকে মানুষ শয়তানের "ধোকা" বলে। কারন এই চিন্তাগুলো আপাতদৃষ্টিতে নির্দোষ মনে হলেও, এর পেছনে বড় কোন ক্ষতি লুকিয়ে আছে।

Riyazul Islam
riyazul.islam
332 Points

Popular Questions