ল্যাপটপে সি ড্রাইভ ফরম্যাট করলে কী হয়?

1 Answers   5.3 K

Answered 2 years ago

গাড়ি চলতে চলতে যেমন তার চাকা খোলা যায় না, সেই রকম একটি ও এস চলবার সময়ে সেই ও এস টি যে ড্রাইভে থাকে, সেটি ফরম্যাট করা যায় না। সি ড্রাইভ এ সাধারণত উইন্ডোজ ইনস্টল করা থাকে। তাই সি ড্রাইভ ফরম্যাট করতে গেলে অন্য কোন ড্রাইভ (যেমন সিডি বা পেন ড্রাইভ) থেকে কম্পিউটারটি বুট করতে হবে। তবেই সি ড্রাইভ ফরম্যাট করা যাবে।

ধরলাম সি ড্রাইভ ফরম্যাট হয়ে গেল। এবার অন্য কোন বুট ডিভাইস না থাকলে, কম্পিউটার চালাবার সামান্য পরে একটি কালো স্ক্রিন দেখাবে। তাতে লেখা থাকবে

Boot disk error. Press any key to continue_

অথবা

Bad command or missing command interpreter. Press any key to continue_

কোন কী চাপ দিলে ওই একই লেখা বার বার আসতে থাকবে, যতক্ষণ না কম্পিউটার বন্ধ করা হচ্ছে।

বুট করবার সময়ে বায়স এ ঢুকে বুট ডিভাইস টি সি ড্রাইভ না ধরে অন্য কোন ড্রাইভ (যেমন পেন ড্রাইভ) ঠিক করলে, বুট করবার পরেই কম্পিউটার সেই ড্রাইভটিকে খুঁজতে থাকবে। যেই সেই ড্রাইভটির ভিতর বুট করা যায় এইরকম কোন সিস্টেম পাবে, সেটি ব্যবহার করে কম্পউটারটি ও এস টি নিয়ে নেবে। এর পর সুবিধা মত সেই ও এস টি সি ড্রাইভে ইনস্টল করে নিলেই হল।

Piyas Ahmed
piyasahmed
460 Points

Popular Questions