ল্যাপটপে দুই এক দিন পর পর উইন্ডোজ চলে যাওয়া বা ত্রুটি হওয়ার কারণ কী? আর এই ত্রুটির স্থায়ী সমাধান কি বলতে পারেন?

1 Answers   7.6 K

Answered 2 years ago

স্থায়ী সমাধান হচ্ছে আসল অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। আপনি ক্র্যাক করা বা অবৈধভাবে উইন্ডোজ ব্যবহার করছেন যা মাঝেমাঝে ধরে ফেলে আপনার এই চালাকি এবং ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর সিস্টেমে সমস্যার মূল কারণ হচ্ছে ভাইরাস। অজানা অচেনা স্প্যাম অ্যাপ্লিকেশন বা ভাইরাসযুক্ত প্রোগ্রাম রান করলে এটা সরাসরি সিস্টেম ফাইলে আক্রমণ করে এবং সমস্যা তৈরি করে। এক্ষেত্রে কী ইন্সটল করছেন তা জেনেশুনে নিন এবং উইন্ডোজ এর অ্যান্টিভাইরাস সচল রাখুন।


Deloar Mahmud
Deloar Mahmud
647 Points

Popular Questions