ল্যাপটপের ব্যাটারি নষ্ট। এখন আমি পাওয়ার এ কানেক্ট করে চালায়। কিন্তু হটাত কারেন্ট চলে গেলে সাথে সাথে বন্ধ হয়ে যায়, এতে কি ল্যাপটপের ক্ষতি হবে? আমার কী করণীয়?

1 Answers   11.3 K

Answered 2 years ago

হ্যাঁ, একটু আকটু ক্ষতি তো হবেই। সেইটা আপনার মাদারবোর্ডেও হতে পারে আবার হার্ডডিস্ক অথবা এসএসডিতেও হতে পারে।

এক্ষেত্রে আপনার করণীয় দুইটা। প্রথমত, নতুন একটা ব্যাটারি ক্রয় করা। দ্বিতীয়ত, কারেন্ট গেলেও যেন ল্যাপটপ বন্ধ করার সুময়টুকু অন্ততপক্ষে পান তার জন্য একটি সাধারণ মানের ইউপিএস ব্যবহার করা। এতে করে আপনার ল্যাপটপ অযাচিত ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।


Sohag
sohag360
259 Points

Popular Questions