ল্যাপটপ/কম্পিউটারের কি-বোর্ড ও মনিটর কী দিয়ে, কীভাবে পরিষ্কার করলে ভালো হয়?

1 Answers   2.7 K

Answered 2 years ago

অন্যান্য উত্তরগুলি পড়লাম খুবই ভালো এবং বর্ণনামূলক বিশেষ করে সৌম্য পাল (Soumya Paul) দাদার!

এছাড়াও একটি উপায় বলবো যেটি খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যেই করা যায়। জিনিসটি হল Slime(স্লাইম)!

এটি আপনি যেকোন অনলাইন মার্কেটে পেয়ে যাবেন এবং ব্যবহার করাও খুব সোজা। স্লাইম টি কে নিয়ে কি-বোর্ডের ওপর রেখে হালকা ভাবে চাপ দিলে সমস্ত নোংরা ময়লা এটিতে লেগে যায় এবং কিবোর্ডটি খুবই ভালভাবে পরিষ্কার হয়ে যায়।

এভাবে কি বোর্ডের একদম ভিতরের অংশ পরিষ্কার হয়ে যায়, শুধু খেয়াল রাখতে হবে বেশি জোরে যাতে চাপ দেওয়া না হয়ে যায় সে ক্ষেত্রে স্লাইম এর কিছু অংশ ভেতরে থেকে যেতেও পারে। (যদিও এর সম্ভাবনা খুবই কম)

এই জিনিসটি খুবই কার্যকরী , কিন্তু একটি অসুবিধা আছে স্লাইম টি একবার ব্যবহার করলে সেটিতে এক সপ্তাহের মধ্যে ছত্রাক জন্মে যায় যার ফলে সেটিকে ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকেনা।

এইভাবে কিবোর্ড ছাড়াও অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা সাধারণ ভাবে পরিষ্কার করার খুব অসুবিধা সেটা খুব সহজেই হয়ে যায়।


Md. Nahid Hasan
mdhasan
276 Points

Popular Questions