"লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে"-বৃটিশ যুগের কথা কি এখনো মেনে নেয়া যায়?

1 Answers   9.3 K

Answered 2 years ago

কথাটা বৃটিশ আমলেও সত্য ছিল না, আজও নাই। বৃটিশ আমলে অনেক গোরা সাহেবের চেয়ে নেটিভ বাঙ্গালি বাবু বেশি লেখাপড়া করেও গাড়ি ঘোড়া চড়ার সুযোগ পায়নি। এগুলা এক ধরনের মূলা ঝুলানো প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা হিসবে এই ধরনের প্রবাদবাক্য খুব কার্যকর ছিল। লোকজনকে আশা দেওয়া যেত ভাল করে লেখা পড়া করলে একদিন ঠিকই গাড়ি ঘোড়া চড়ার সুযোগ হবে। লোকে সেসব বিশ্বাসও করত। আধুনিক কালে আমেরিকায় "American dream" নামে এরকম একটা মূলা ঝুলানো প্রোপাগান্ডা আছে। প্রচার করা হয় খুব করে পরিশ্রম করলে আমেরিকায় যে কেউ নিজের ঘর বাড়ি ইত্যাদি করতে পারবে। কথাটা হয়ত এক সময় সত্য ছিল, কিন্তু আজকাল অনেকের জীবনেই এই কথাটা ভুল প্রমাণিত হচ্ছে।

সর্বকালে সত্য ছিল, "বাহন আছে যার, বাহনে চড়ে সে।"

যার বাহন নাই, তাকে বাহন বানাতে হবে অথবা কোন ভাবে যোগাড় করা লাগবে। কিভাবে করবে সে-ই জানে।


Mohon Ali
Mohon Ali
661 Points

Popular Questions