লেখাপড়া ছেড়ে দিয়ে ফ্রিল্যান্স করাকে কতটুকু যৌক্তিক বলে মনে করেন?

1 Answers   13.3 K

Answered 2 years ago

আপনাকে সহজ ভাবে বিষয়টি বুঝিয়ে বলি।লেখাপড়াকে আপনি 1ধরুন।আর এর সাথে অন্য কোন কিছুর দক্ষতা থাকলে প্রতকটিকে 0 ধরুন।যেমন আপনার লেখাপড়া আছে । তাই 1ধরা যায়।এর সাথে আপনি ওয়েব ডিজাইন পারেন,তাই 0 ধরা যায়।এরপর ওয়বডেভলপমেন্ট পারেন ,তাই 0 ধরা যায়।আবার গ্রাফিক্স ডিজাইন পারেন,তাই 0 ধরা যায়।এখন আপনার মোট কত হলো 1000।এভাবে বাড়তে থাকবে।আর লেখাপড়া মানে 1 না থাকলে সবই 000 থাকবে।তাই পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজটাও চালিয়ে যান।ভালো লাগলে অবশ্যই আপভোট দিবেন 

Sheza Khan
shezakhan
552 Points

Popular Questions