লিফট এর কাজ কি?

1 Answers   2.7 K

Answered 2 years ago

লিফট এমন একটি যন্ত্র যা পণ্য বা মানুষকে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে পরিবহন করে। এটি একটি বৈদ্যুতিক মোটরচালিত যন্ত্র বিশেষ। সাধারণত বহুতল ভবনে মানুষ বা বিভিন্ন প্রকার ভারী মালামাল উঠা - নামার জন্য লিফট ব্যবহার করা হয়। এটি এলিভেটর নামেও বেশ পরিচিত। লিফটের বাইরের অংশে ২টি বাটন থাকে। এটি পরিচালনার জন্য এটিকে উপরে যেতে হলে উপরের বাটনে এবং নিচে যেতে হলে নিচের বাটনে টিপতে হয়। এটি তখন সেই মতো যেখান থেকে সিগন্যাল দেয়া হয়েছে সেখানে পৌঁছে যায়। এরপর লিফটে প্রবেশ করে নির্দিষ্ট গন্তব্যের বা ভবনের কত তলায় যাবেন সেটার নাম্বারে টিপলে স্বয়ংক্রিয়ভাবে এটি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেয়।


এস্কেলেটর আর লিফট এর কাজ একই। পার্থক্য শুধুমাত্র গঠনে। লিফট আকারভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন: বোতল আকৃতির, বাক্স আকৃতির, চতুর্ভুজ আকৃতির ইত্যাদি। অন্যদিকে এস্কেলেটর দেখতে একপ্রকার সিঁড়ির মতো যা সর্বদা চলন্ত অবস্থায় থাকে। এক্ষেত্রে আপনাকে কোনো বাটন টিপতে হয় না। এটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে উপরে বা নিচে নিয়ে যায়।

Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions