লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে ?

1 Answers   10.2 K

Answered 2 years ago

লিনাস টরভাল্ডস যিনি লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে প্রথম কাজ করেন আর লিনাক্সের কার্নেল নিজে প্রস্তুত করেন। ১৯৯১ সালে যখন তিনি ফিনল্যান্ডের হেলসিনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন তিনি ইউনিক্স ওএস ব্যবহার করতেন কিন্তু ইউনিক্স তখন টাকা দিয়ে কিনতে হত। তাই নিজেই শখের বসে আদা জল খেয়ে লেগে গেলেন লিনাক্স অপারেটিং সিস্টেম প্রস্তুত করতে যেটা কিনা ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম। আর কি লিখব মহান এ লোককে নিয়ে, যা লিখব কম ই হয়।


Nahima Khatun
nahimakhatun
180 Points

Popular Questions