কোরা মডারেটরের উচিৎ এরকম প্রশ্ন গুলো মুছে দেওয়া। এরকম প্রশ্ন গুলো রুচিহীন। এরকম শত শত কুৎসিত প্রশ্ন কোরাতে দেখতে পাওয়া যায়। তারপর দেখুন আবার বানান ভুল। এক লাইনের একটা প্রশ্নে দুটা বানান ভুল। এরকম প্রশ্নকারীকে কোরাতে স্থান দেওয়া ঠিক না। এরা মূলত আসে কোরার পরিবেশ নষ্ট করতে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন দয়া করে। প্লীজ। কোরা যেন হয়ে গেছে যৌন সমস্যা সমাধানের জায়গা।
rabiyaborshi publisher