লজিক কিভাবে আয়ত্ত্ব করব?

1 Answers   5.3 K

Answered 2 years ago

আমি নিজেকে যুক্তিবাদী মনে করি। সেই কারনে আপনার এই পোস্ট দেখে লোভ সামলাতে পারিনি।

আসুন, দেখি কিভাবে আপনি লজিক আয়ত্ত করতে পারেন সেই বিষয়ে একটু আলোচনা করি।

লজিক বিষয় টা বুঝার আগে আপনাকে বুঝতে হবে, লজিক এর আগমন কোথায় থেকে হয়।

ধরুন আপনাকে কেউ বলল ২+২=? কত?

আপনি চোখ বন্দ করে বলে দিলেন, ২+২=৪ হয়।

কিন্তু আপনি এই জিনিস টা জানেন কিভাবে??

প্রথমত আপনি কারো কাছ থেকে শুনেছেন, তার পর নিজে সেই বিষয় বুঝেছেন। তারপর আপনি আর একটু ঘাটাঘাটি করর দেখলেন, অহ আচ্ছা, ২ আম + ২ আম = ৪ টা আম।

ফাউ পেছাল বাদ দেই। আসল কথায় আসি।

২০০০+ যুক্তি এখন পর্যন্ত মানুষ ব্যবহার করছে।

এর মধ্যে কিছু যুক্তি আমরা চলতে চলতে শিখে নিয়েছি।

যেমন ঃ ধরুন, রাস্তা দিয়ে একটা মেয়ে রাতের আধারে হেটে যাচ্ছে, কিছু মানুষ তাকে ধর্ষন করেছে।

আপনি খবর টা পেয়ে, মন্তব্য করলেন, ওই মানুষ গুলা কে ফাসি দাওয়া উচিৎ। ওই মেয়ের কি দোষ ছিল। একটা নিরিহ মেয়ে কে একা পেয়ে ধর্ষন করলো।

আপনার মন্তব্য শেষ হতে না হতেই আপনার বন্ধু মন্তব্য করলো। ওই মেয়ে রাতের আধারে একা কেন যাবে। ওই মেয়ের ই দোষ।

আসলে যুক্তির কিছু ফান্ডা আছে।

১। কম্লায়েন্স থেকে আমরা যুক্তি পাই।

২। সমাজ কর্তৃক নিয়ম নীতির যুক্তির।

৩। সরকার কর্তৃক নিয়ম নীতির যুক্তি

৪। মানবিধাকার কর্তৃক যুক্তি

৫। ধর্ম কর্তৃক যুক্তি

৬। জাতিসংঘ কর্তৃক যুক্তি

৭। বিজ্ঞান ভিত্তিক যুক্তি

৮। Understandable যুক্তি, মানে যেই যুক্তি আপনি বুঝেন, যে এইটা রাইট। হিসাব করে মিলানো

৯। গানিতিক যুক্তি

১০। প্যারাডক্স যুক্তি, এই যুক্তি সেই যুক্তি যার সমাধান হয় নাহ। প্যাচ গোচ লাগিয়ে অপর জনকে কনফিউজড করা।

১১। মানবতার যুক্তি। এইটা মানবিক দিক বিবেচনা করে দাড় করানো হয়।

এই গুলো হল ফান্ডা। যার মাধ্যমে আমরা আমাদের নিত্যদিনের যুক্তির ফুল জুড়ি তুলি।

কিন্তু এই গুলোর বাহিরে মানে মৌলিক যুক্তি আছে কিছু।

যাকে আমরা ফিলোসফার রা বলি। Universal Truth.,

তারপর আছে মেটা ফিজিএক্স এর কাহিনি।

যেখানে দুইটা জিনিস কাজ করে।

১। বিচার ব্যবস্তা মানে আমরা যেকোন কিছু দেখেই আগে বিচার করি।

২। feelings মানে যেখানে আমরা অনুবভ থেকে যেকোন কথা বলি। এর আএওক নাম হল ইমোশনাল ইন্টিলিজেন্স

৩। ম্যাথম্যাটিক্যাল জার্জ। এই খানে আমরা গানিতিক ভাবে সকল কিছু যাচাই বাচাই করি। এই যুক্তির মাধ্যমে আপনি আমি লাভ ক্ষতি হিসাব থেকে শুরু করে সব কিছু করার ট্রাই করি।

আপনি যদি আপনার যুক্তি বাড়াতে চান।

তার জন্য আপনাকে ব্যাশ কিছু প্র‍্যাকটিস করতে হবে।

১। সবার আগে নিজেকে শান্ত করতে হবে।

২। শুনার অভ্যস করতে হবে।

৩। প্রচুর বই পড়তে হবে।

৪। ভিবিন্ন মেথড মেনে চলতে হবে, প্রয়োজনে নিজে ম্যাথড আবিষ্কার করতে পারেন। অনেকেই করে৷

৫। আপনারা মনে আসা প্রত্যেক্টি বিষয় নিয়ে আলোচনা করবেন। এতে আপনি বুঝতে পারবেন যে কার যুক্তি কত পোক্ত।

৬। দাবা খেলতে পারেন।

৭। মানুষের সমস্যা শুনে তা সমাধান করার চেস্টা করতে পারেন।

৮। আপনাকে আগে বুঝতে হবে, আপনি কোন বিষয়ে যুক্তি পেশ করতে চাচ্চেন। যে বিষয়ের যুক্তি আপনি দিবেন সেই বিষয় সম্পর্ক এ আগে থেকে আপনার জানা উচিৎ। যেমনঃ ধর্মীয় ব্যাপার হলে সেটার জন্য আগে ধর্ম জানতে হবে। সামাজিক ব্যাপার হলে আগে আপনাকে সমাজের পদ্দতি গুলো বুঝতে হবে।

৯। যুক্তি ধারালো করার উপায় হল,গনিত। গনিত যত বেশি জানবেন৷ আপনার যুক্তির ধার তত বেড়ে যাবে।

১০। যুক্তির জন্য যুক্ত হতে হবে আগে।


Dilip Kumar
dilipkumar
300 Points

Popular Questions