লক করা ফেসবুক আইডিতে প্রবেশ করার কোনো উপায় আছে কি?

1 Answers   14 K

Answered 2 years ago

আপনি যদি আপনার লক করা একাউন্ট টি , পাইতে চান তবে , আপনি লক খুলার জন্য , অন্য কোনো থার্ড পার্টি কোনো কিছু , ব্যাবহার করবেন না। ফলে আপনার একাউন্ট পার্মানেন্ট ভাবে লক হইয়ে যাবে।

সমাধন : যত দিন এর জন্য আপনাকে লক করা হইয়েছে , তত দিন পর্যন্ত আপনি , একটু অপেক্ষা করুন। যদি আপনাকে কত দিনের জন্য,লক করেছে তার কোনো এলার্ম আপনাকে না দিয়ে আইডি লক করে থাকে । তবে ঐ আইডি ফিরে না পাবার সম্বাবনা বেশি। সতরাং একটু ধার্য ধরে কিছু দিন অপেক্ষা করুন।

বিঃ দ্রঃ বার বার লগইন করা থেকে বিরত থাকুন ।

অন্যান বিষয়ে জানার জন্য নিচের লিংক এ ক্লিক করুন 

Tuhin Ahmed
tuhinahemd
172 Points

Popular Questions