Answered 2 years ago
কোন টাকা পয়সার দরকার নেই । শুরুতে এজেন্ট বিজনেস করুন । নিজের এলাকায় অথবা যেই এলাকায় আপনি পরিচিত অথবা মোটামোটি প্রভাবশালী সেই এলাকা থেকে জমি ক্রয় বিক্রয়ের এজেন্ট হতে পারেন । তার জন্য আপনাকে খানিকটা প্রভাবশালী মানুষের সঙ্গ পেতে হবে । তারপর জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত পড়াশোনা করতে হবে অনেক । আগে থেকেই জমি ক্রয় বিক্রয় করে এমন মানুষদের সাথে সুসস্পর্ক গড়ে তুলতে পারলে অনেক সহজ হবে আপনার যাত্রা । ঝোপ বুঝে দু একটা জমি ক্রয় অথবা বিক্রয় করতে সাহায্য করেন । সফলতা পেলে এখান থেকে পর্যাপ্ত আয় করতে পারবেন বছর দু একের মধ্যে পাশাপাশি জমি সংক্রান্ত পর্যাপ্ত নলেজ চলে আসবে । এরপর সময় করে সেই অর্থ এবং নলেজ দিয়ে আপনি আপনার রিয়েল এস্টেট ভ্যানচার শুরু করতে পারবেন ।
hafizakhatun publisher