রিয়েল এস্টেট এর ব্যবসা কাদের করা উচিত নয়?

1 Answers   7.8 K

Answered 3 years ago

আপনি যদি সত্যিকারের সৎ মানুষ হয়ে থাকেন তবে এই ব্যবসায় না নামাই উত্তম।

এতো গেলো উপদেশ, এবার আসি কাজের কথায়;

১. এই ব্যবসা করতে গেলে প্রথমত সুনামের প্রয়োজন যা অর্জন করতে আপনাকে প্রচুর পুঁজি আর পরিশ্রম করতে হবে।

২. বর্তমানে এই ব্যবসায় প্রথম শ্রেণীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বেশ ভালোভাবে দখল নিয়ে আছে সুতরাং তাদের সাথে প্রতিযোগিতায় কতোগুর এগুতে পারবেন তাও ভাববার বিষয়।

৩. আপনার পেশী শক্তি কতটুকু আছে তাও বিবেচনা করুন।

আশা করছি এই ছোট্ট উত্তরটুকু আপনাকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিছু হলেও সাহায্য করবে।

Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions