Answered 1 year ago
রিফারবিশড
ফোন মূলত ব্যবহারকৃত ফোন কিন্তু নতুন নয় । ফোন কোম্পানিগুলো ত্রুটিপূর্ণ
ফোনের পার্টস যেমন-মাইক্রফোন/ব্যাটারি/ক্যামেরা সঠিকভাবে কাজ না করলে
সেগুলো সারিয়ে নেয় এবং আবারও বিক্রয়ের ব্যবস্থা করে । আর এ ধরণের ফোনগুলোই
রিফারবিশড ডিভাইস হিসেবে পরিচিত । যেভাবে বুঝবেন: আইফোনের ক্ষেত্রে,
Settings হতে General > About এ যেতে হবে । এখন নিচে স্ক্রোল করে Model
সেকশনে ভালোভাবে দেখুন ‘PP2/A’ বা ‘NN572LL/A’ এরকম নম্বর থাকবে । যদি
মডেল নম্বরটি ‘M’ বা ‘P’ শুরু হয় তাহলে ফোনটি রিটেইল মডেল এবং রিফারবিশড
নয় । ‘F’ শুরু হয় তাহলে ফোনটি অ্যাপেলের দ্বারা অফিসিয়েলি রিফারবিশড করা ।
‘N’ শুরু হয় তাহলে ফোনটি আন-অফিসিয়েল বা থার্ড-পার্টি দ্বারা রিফারবিশড করা
। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, ডায়েল পেডে গিয়ে ##786# ডায়েল করুন । প্রদর্শিত RTN স্ক্রিন হতে View-এ ট্যাপ করুন । [কাজ না করলে *#*#786#*#*] কিছু
স্ক্রল করে নিচে গেলে Refurbished status বা Reconditioned status দেখতে
পাবেন । এখন Status : যদি Yes থাকলে এটি রিফারবিশড ফোন এবং No থাকলে
রিফারবিশড নয় ।
Jamal Ahsan publisher