রাস্তায় চলার পথে যদি ইলেকট্রিক বাইকের চার্জ শেষ হয়ে যায়, তাহলে কি অতিরিক্ত ব্যাটারি দিয়ে চার্জ দেওয়ার কোনো বিকল্প কি আছে?

1 Answers   7.8 K

Answered 2 years ago

অতিরিক্ত ব্যাটারি যদি আপনাকে বহন করতেই হয়, তবে তা ইবাইকে ব্যবহারিত মূল ব্যাটারি সঙ্গে যুক্ত রাখাই বুদ্ধিমানের কাজ। (অবশ্যই আছে; অতিরিক্ত ব্যাটারি এবং চার্জার সাথে করে নিয়ে চলতে হবে)

যারা গাড়িতে জ্বালানি তেল ব্যবহার করেন, তাঁরাও তার গাড়িতে জ্বালানি তেলের ধারন ক্ষমতার উপরে হিসাব করে গাড়িকে রাস্তায় নামান। একই কাজ আপনার নিজের বেলায়ও করতে হবে। ধন্যবাদ।

Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions