Answered 2 years ago
*সাধারণভাবে বিজ্ঞান বলতে এক সুসংবদ্ধ বিশেষ জ্ঞানকে বোঝায়।
*যে কোনো সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান আখ্যা দেওয়া হলে রাষ্ট্রবিজ্ঞান ও একটি বিজ্ঞান।
অধ্যাপক বার্জেস বলেন, “রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান।”
কারনঃ-রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ, পরীক্ষপ, শ্রেণি বিভক্তিকরণ, কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের মধ্য দিয়ে নাগরিকদের আচার-আচরণ, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি প্রভৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জ করা সম্ভব।
*গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে '' শ্ৰেষ্ঠ বিজ্ঞান '' বলে অভিহিত করেছেন।
তাঁকে অনুসরণ করে লর্ড ব্রাইস , পোলক , হব্স , মন্টেস্কু , আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ - প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন।
*লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে "একটি প্রগতিশীল বিজ্ঞান" বলেছেন।
Harun Khan publisher