রাশিয়া হঠাৎ করে ইউক্রেনে আক্রমণ করলো কেন?

1 Answers   13.8 K

Answered 2 years ago

রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেছিল ১৯৯০ সালে পশ্চিমাদের সাথে স্নায়ু যুদ্ধে কোনঠাসা হয়ে। কিন্তু, রাশিয়ার শর্ত ছিল যে ন্যাটো যেন বর্ধিত না হয়। যার কোন লিখিত প্রতিলিপি নাই। এরপর গত ৩০ দশকে ন্যাটো বর্ধিত করা হয়েছে ৫ বার, আর যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা বেশিরভাগ ভাগই প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সদস্য। রাশিয়া যত বারই পশ্চিমাদের কাছে জবাব চেয়েছে তারা বলেছে যে শর্ত হয়েছে তার লিখিত কপি দেখাও। এভাবে রাশিয়াকে দিনে দিনে কোনঠাসা করে সিমান্ত পর্যন্ত চলে গিয়েছে ন্যাটো। যখন রাশিয়ার সীমান্তে ন্যাটো মিসাইল তাক করবে, তাদের সৈন্য মহড়া দিবে তখন কি রাশিয়া নিজেকে নিরাপদ ভাবতে পারবে। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় রাশিয়া বাধ্য হয়েছে ইউক্রেনে হামলা করতে।

তাছাড়া ইউরোপের তেল, গ্যাস এবং অন্যান্য কারখানার কাচামালের জোগান দেয় রাশিয়া। মধ্যপ্রাচ্য ও এশিয়ায় অনেক দেশেই অস্ত্র রপ্তানি করে রাশিয়া। এসব বিষয়ে আমেরিকা রাশিয়ার তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। সেজন্য আমেরিকা ন্যাটোর মাধ্যমে রাশিয়াকে কোনঠাসা করে ইউক্রেনে হামলা করতে বাধ্য করেছে। যাতে তারা সহজেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে দমায় রাখতে পারে এবং রাশিয়ার মার্কেট নিজের করে নিতে পারে।

Azim
azim
301 Points

Popular Questions