Answered 2 years ago
রাসুলুল্লাহ সাঃ বলেছেন "আমি রাতে ঘুমাই, আবার নামাজও পড়ি; রোজা রাখি, আবার রোজা ছাড়িও।"
এগুলো নফল ইবাদাতের কথা বলা হয়েছে, রাতের অর্ধেক সময় বিশ্রাম নিয়ে তারপর উঠে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তারপর আবার বিশ্রাম নিতেন। সারারাত না ঘুমিয়ে ইবাদাত করলে বিশ্রাম নিবেন কখন! দিনের বেলাতো কাজেকর্মে ব্যস্ত থাকতে হয়! রাতে বিশ্রাম না নিলে দিনে কাজ করতে অবশ্যই সমস্যা হবে, শারীরিক সুস্থতার জন্য একটা মিনিমাম বিশ্রাম অবশ্যই জরুরি।
ধন্যবাদ।
shaira985 publisher