Answered 2 years ago
রাতের বেলা কুকুর কাঁদে কী না, সেটা বলা যাবে না, তবে, রাতের দিকে কুকুরের গলায় নানারকম আওয়াজ শোনা যায়।
এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে বলে ধারণা করা হয়।
১। কুকুর চিৎকার করে তার সঙ্গীদের বিভিন্ন রকম বার্তা দেয়,
২। কুকুর চিৎকার করে, তার অবস্থান সম্পর্কে সঙ্গীদের জানান দেয়,
৩। কুকুর শারীরিক অসুস্থতা থেকে কষ্ট পেয়ে চিৎকার করতে পারে,
৪। কুকুরটি ক্ষুধার্ত থাকতে পারে, খাবারের জন্য চিৎকার করতে পারে,
৫। কুকুরটি অন্য কুকুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনায় চিৎকার করতে পারে,
৬। কুকুররা নিজের এলাকা সম্পর্কে খুবই সচেতন, এবং সেই এলাকায় অন্য এলাকার অপরিচিত কুকুর ঢুকে পড়লে, এটা একটা অনধিকার প্রবেশের মাত্রা পেয়ে যায়, সেই অনধিকার প্রবেশকারীকে তাড়ানোর জন্য চিৎকার করতে পারে,
৭। আবার, অনেকের ধারণা, রাতের বেলা কুকুরের চিৎকার কুকুরের জন্য নয়, মানুষের জন্য বিপদ সংকেত, কারণ, কুকুর এর আশেপাশে অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। কুকুর সেটা বুঝতে পারলে, চিৎকার করতে থাকে।
তাই, অনেকেই রাতের বেলা কুকুর বাড়ীর আশে পাশে চিৎকার করতে থাকলে, সেটাকে অশুভ বা অমঙ্গলসূচক বলে মনে করেন এবং কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করেন।
এসব ধারণার যুক্তিপূর্ণ, গ্রহণযোগ্য কোনো বিশ্লেষন নেই।
তবে যেটা বিশ্লেষন করার সুযোগ থেকে যায়,
এভাবে, কুকুরকে তাড়িয়ে দিয়ে অমঙ্গল কে আটকানো যাবে কী না, সেটা নিশ্চিত নয়, আর, ওরকম চিৎকার করতে থাকা কুকুরকে অযৌক্তিক অমঙ্গলের আশঙ্কায় তাড়িয়ে দিয়ে, প্রকৃতপক্ষেই অমঙ্গল, অকল্যাণ করা হয়।
কারণ, অমঙ্গলের আগাম সংকেতটি যে বয়ে নিয়ে এসেছে, সতর্ক করতে চেয়েছে, তাকে তো মিত্র ভেবে কৃতজ্ঞতা জানিয়ে খাবার দেয়া উচিৎ ছিলো, সেটা না করে,
শত্রুর মতো তাড়িয়ে দেয়া উচিৎ হলো কী ?
rashidulislam publisher