Answered 2 years ago
বাংলাদেশে সত্যিই একটি নিরপেক্ষ নির্বাচন দরকার। তা না হলে এই দেশে গনতন্ত্র টিকবে না। শেখ হাসিনা কারো কাছ থেকে শিক্ষা গ্রহন করেন না। তিনি চলেন তার বুদ্ধিতে। তার নেতারা চলেন তার বুদ্ধিতে। আওয়ামীলীগ চলে তাঁরা বুদ্ধিতে। শেখ হাসিনার কি বুদ্ধির অভাব যে রাজা গনেশের কাছ থেকে বুদ্ধি নিতে হবে? তিনি টানা তিনবার প্রধানমন্ত্রী। তা কি এমনি এমনি? তার বুদ্ধি না থাকলে তিনি অন্য দশজন মেয়ের মতো ঘর সংসার করতেন। দেশ চালাতেন না।
শেখ হাসিনা মানুষকে রাজনীতি থেকে সরায়ে দিয়ে, নিজের দলের মানুষদের গর্দভে পরিণত করেছেন, ইহা জাতির প্রতি উনার বড় অবদান। আওয়ামী লীগ আবারো নির্বাচিত হবে, তবে তারা রাজনীতি থেকে দুরে সরে গেছে, মানুষকে রাজনীতি থেকে সরায়ে দিয়েছে; তবে, দেশের মালিক ওরা নয়, দেশের মালিক ব্যুরোক্রেটরা, আমাদের ব্যুরোক্রেটরা ভয়ংকর দুর্নীতিবাজ। আওয়ামীলিগ কে সরানো সম্ভব না। তবে আয়ামীলিগ ক্ষমতা হারালে ইহা কয়েকটা টুকরা হয়ে যাবে। দেশে অন্যরকম রাজনীতি তৈরী হবে। আওয়ামীলিগের যারা এতদিন লুটপাট করেছে তারা পালাবো। মাঝারী মানের নেতারা মাইনকা চিপায় পড়বে।
সরকারি কর্মচারীরা তাদের সর্বনিম্ন বেতন ২৫হাজার করার জন্য দাবি জানিয়েছে। নির্বাচন এলে তারা এমন দাবি নিয়ে রাজনৈতিক দল গুলোর কাছে হাজির হয়। প্রধান নির্বাচন কমিশন বলেছেন এখন আর রাতে ভোট হবেনা; দিনে ভোট দিনেই হবে!! হয়তো নতুন কোন পদ্ধতি আবিস্কার হয়েছে। আপনার ধারনা কি?
Raha publisher