রাজশাহীর পানি তো খুবই খারাপ। এক্ষেত্রে চুল ঠিক রাখার উপায় কী?

1 Answers   4.6 K

Answered 1 year ago

আমি ও রাজশাহীর। i can feel you. উফফফ আল্লাহ! রাজশাহীর পানি যে কি জিনিস!!!!

যাই হোক, আলহামদুলিল্লাহ আমার চুল বর্তমানে যথেষ্ট লম্বা আর ঘন। সে কারণেই আপনাকে টিপস দেবার অনুপ্রেরণা পাচ্ছি আর কি।

নিয়মিত শ্যাম্পু করবেন চুল পরিষ্কার করার জন্যে। গরমের সময় প্রত্যেকদিন। আমার সাথে এমন ও হয় যে দিনে দুইবার গোসল করলে দুইবার ই চুলে শ্যাম্পু করি গ্রীষ্মের সময়ে।

চুলে তেল তেমন দেই না। কালেভদ্রে দিলেও শ্যাম্পুর আগে। এর কারণ হচ্ছে আমার চুল আঠা হয়ে যায়, আর ময়লা ও হয়, মাথাব্যাথা হয় এবং ঠান্ডা লেগে যায়।

অতিরিক্ত শ্যাম্পু যেহেতু চুলকে রাফ করে দেয় আর আমি তেল কে স্কিপ করি তাই কন্ডিশন মাস্ট প্রত্যেকবার শ্যাম্পু শেষে। আর সপ্তাহে একদিন কন্ডিশন এর পরিবর্তে হেয়ার মাস্ক ব্যবহার করা উচিৎ সুন্দর চুলের জন্যে।Tressme / l'orial paris এক্ষেত্রে আমার পছন্দের ব্র‍্যান্ড।

আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে চুল বেঁধে রাখা। রাস্তায় ধূলাবালি চুলের অনেক ক্ষতি করে আবার বিছানায় বালিশের ঘষায় ও চুলের ক্ষতি হয়। তাই চুলকে বেণী করে বেঁধে রাখবেন সব সময়। দুইটা বেণী বেশী ভালো তাহলে চুলের উভয় পাশে সামনে সমান প্রেশার পড়ে। রেগুলার বেণী করলে চুল একা একাই ঘন হয় কেনো জানি।

যদি মেয়ে হয়ে থাকেন এইটুকুই যথেষ্ট হবে ইন শা আল্লাহ। আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে আল্লাহ কে ডাকেন। তিনিই আপনার একমাত্র ভরসা।

Rahul
Rahul
358 Points

Popular Questions