Answered 2 years ago
এটি একটি .বহুল আলোচিত বলা ভাল বহুল চর্চিত একটি প্রশ্ন ।বাংলা সাহিত্যের তাবড় তাবড় সাহিত্যিক ,কবি এই বিষয়ে অনেক সাহিত্য রচনা করেছেন ,রবীন্দ্র সাহিত্যকে তুলোধুনো করে এই বিষয়ে কোন নির্যাস পাওয়া যায় কিনা সে চেষ্টা করেছেন ।সেখানে আমিতো কোন ছার !
দুজন প্রায় সমবয়সী বালক বালিকার বৌদি -দেবর সুলভ খুনসুটি ,সরলতা বালকবয়স থেকে শুরু করে বড়বয়স পর্যন্ত পরস্পর সাহিত্যালাপ ,কাব্যানুসন্ধান ,এসব নানা বিবরণ রবির 'ছেলেবেলা ', 'জীবনস্মৃতি 'ইত্যাদি লেখনীতে ছড়িয়ে -ছিটিয়ে আছে ।রবির সাথে কাদম্বরী দেবীর একেবারে সরাসরি প্রেম বা আপনার ভাষায় পরকীয়া এভাবে কেউ সেভাবে উল্লেখ করেনি আমার মতে ।আভাসে -ইঙ্গিতে হয়তো কিছু বলার চেষ্টা করেছেন ।যেমন রবীন্দ্রজীবনীকার অবাঙ্গালী 'এন্ড্রু রবিনসনস তো রবিকে পাখার বাতাসে আহার করানোর বিষয়ে হাতপাখার বাতাসে তিনি কামোদ্দীপনা খুঁজে পেয়েছেন ।তিনি তার পাশ্চাত্য দৃষ্টিভঙ্গীতে এটিকে দেখেছেন !
এজন্য রবীন্দ্রনাথের কোন কোন জীবনীকার অংশত দায়ী।রবীন্দ্রনাথের জীবদ্দশায় তিনিই কী এতে ঘৃতাহুতি দেননি ?'ভারতী' পত্রিকায় কবি নিজেই লিখেন , "সেই জানালার ধারটি মনে পড়ে ,সেই বাগানের গাছগুলি মনে পড়ে ,সেই অশ্রুজলে সিক্ত আমার প্রাণের ভাবগুলিকে মনে পড়ে ।আর একজন যে আমার পাশে দাঁড়াইয়া ছিল ,তাহাকে পড়ে পড়ে ,সে যে আমার খাতায় আমার কবিতার পাশে হিজিবিজি কাটিয়া দিয়াছিল ,সেইটে দেখিয়া আমার চোখে জল আসে ।সেই ত .যথার্থ কবিতা লিখিয়াছিল ।তাহার সে অর্থপূর্ণ হিজিবিজি ছাপা হইলোনা ,আর আমার রচিত গোটাকতক অর্থহীন হিজিবিজি ছাপা হইয়া গেল ।"রবীন্দ্র জীবনীকাররা মনে করেন ভারতী পত্রিকায় এটি প্রকাশের পর ঠাকুরবাড়িতে চাঞ্চল্য সৃস্টি হয়েছিল ।আর সে কারণেই রবির বিয়ের তোড়জোড় শুরু হয় ।এর কিছুকাল পরেই কবি বিবাহসূত্রে আবদ্ধ হলেন ।রবি অনেক কবিতা ,গল্পে নাম উল্লেখ না করে অনুমানে বোঝা যায় ,তিনি নতুন বৌঠান কাদম্বরী দেবীকেই উৎসর্গ করেন ।'ভগ্নহৃদয় ' তে কবি উৎসর্গ করেন 'হে ' কে ।এই হে আর কেউ নয় ,হেকেটি যা কবি নতুন বৌঠানকে ডাকতেন ।সুনীল গঙ্গোপাধ্যায় 'প্রথম আলো 'তে নির্জরের স্বপ্নভঙ্গ ' কবিতাটির সৃষ্টির গল্পটি খুব বিস্তৃতভাবে লিখেছেন যেখানে এইকবিতাটি সৃষ্টির পিছনে যে নতুন বৌঠানের প্রেরণা , ভ্রম সংশোধন ইত্যাদি খুব সুনিপুণভাবে উল্লেখ করেছেন । তাছাড়া 'চারুলতা ' ,নষ্টনীড় ' এগুলি কাকে ভেবে লিখেছেন !
এভাবে অনেককিছুই লিখা যায় ।এই তথাকথিত প্রেমউপাখ্যান নিয়ে ।অনেক লেখক ,রবীন্দ্রজীবনীকার ,কাব্যানুরাগী নানাভাবে ,কেউবা রং ছড়িয়ে অনেককিছু লিখেছেন ।আমি কেবল এটুকু বলব কাদম্বরী দেবী কবির একজন কাব্যানুরাগী ,সমালোচক ,প্রেরণাদায়ীনি ছিলেন এর থেকে বেশিকিছু ভেবে নেয়া ,কল্পনা করা বোধহয় কষ্টকল্পনা হবে ।হয়তো খুববেশি কল্পনা করলে এঁদের মধ্যে 'প্লেটোনিক লাভ ' বা আত্নিক ভালবাসা ছিল এইটুকুই বলতে পারি ।ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ ।
talhatolib publisher