Answered 2 years ago
রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এমনকি বাংলা সাহিত্যে অবদানের জন্য বা কোনো বাংলা ভাষার সাহিত্যকর্মের জন্যও তিনি নোবেল পুরস্কার লাভ করেননি। তবে তিনি প্রথম এশীয় হিসেবে প্রথম নোবেল পুরস্কার লাভ করে আমাদের গর্বিত করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরকে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়নি, নোবেল পুরস্কার দেওয়া হয়েছে গীতাঞ্জলি: সং অফারিংস নামক ইংরেজি সকলন গ্রন্থের জন্য। অর্থাৎ কোনো বাংলা ভাষার সাহিত্যকর্ম নোবেল পুরস্কার লাভ করেনি।
এই সংকলন গ্রন্থটি গীতাঞ্জলি কাব্যের অনুবাদ ছিল না। এটি বিভিন্ন কাব্যাংশের অনুবাদের সংকলন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি, গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, শিশু, কল্পনা, চৈতালি, উৎসর্গ, স্মরণ ও অচলায়তন থেকে। গীতাঞ্জলি থেকে সর্বোচ্চ সংখ্যক ৫৩ টি (গীতাঞ্জলির মোট কবিতা/ গান ছিল ১৫৭ টি), গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি, চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ থেকে ১টি এবং অচলায়তন থেকে ১টি কবিতা/গান নিয়ে তিনি ইংরেজি সংকলন গ্রন্থটির বিন্যাস করেছেন।তিনি ইংরেজি সংকলন গ্রন্থটির বিন্যাস করেছেন।
তবে একথা অনস্বীকার্য যে, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের জন্যই বাংলা সাহিত্য আন্তর্জাতিকতা পেয়েছে।
romzanreza publisher