Answered 3 years ago
রোমান্টিক -ড্রামা এই চলচ্চিত্রটি ২০১১ সালে রিলিজ হয়েছিল। ইমতিয়াজ আলি পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রনবির কাপুড় , নার্গিস ফাকরি,কুমুদ মিসরা,মওফিদ আজিজ,আদিতি রাও হায়দারি নামে আরও অনেক গুণী অভিনেতা- অভিনেত্রী।
জিম মরিসন দ্বারা প্রভাবিত জানারদান জর্দান( রনবির কাপুড়)নামের এক যুবকের গায়ক হওয়ার স্বপ্ন এবং প্রেমিকা হির কউলের( নার্গিস ফাকরি) সাথে জটিল প্রেমের কাহিনী নিয়ে এই চলচ্চিত্রের প্লট তৈরি হয়েছে।
এই চলচ্চিত্রের প্রথম দিকে দেখা যায় জানারদান নামের এক কলেজ পড়ুয়া যুবক গায়ক হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করার পরও নিজেকে গায়ক হিসেবে ফুটিয়ে তুলতে পারেন নি বলে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন নি। এছাড়াও হির কউলকে উত্যক্ত করার মাধ্যমে কিভাবে জানারদান তার ভালো বন্ধু হয়ে উঠলেন তাই দেখা যায়।
এই চলচ্চিত্রের অন্য অংশে দেখা যায় হির কউলের বিয়ে হয়ে যায়, জানারদানকে তার পরিবার ঘর থেকে বের করে দেয়া হয়, জানারদান কিভাবে ছোটো গায়ক থেকে সুপারস্টার হয়ে যান। জানারদানের মিউজিকাল জার্নির শুরু হওয়ার পরও হির কউলের অনুপস্থিতি তাকে প্রভাবিত করতে থাকে তাই তিনি প্রাগে( ইউরোপে) পাড়ি জমান এবং আবার হিরের প্রেমে পড়েন যা পরে হিরের পরিবার জানতে পারেন। জানারদান বা জর্ডান দেশে ফিরে আসেন এবং ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকেন। একসময় হিরকেও দেশে আসতে হয় এবং আবার তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। একসময় হির অসুস্থতার কারণে মারা যান এবং জানারদান আবার একা ও অসহায় হয়ে পড়েন।
এই চলচ্চিত্রটি আমি বহুবার দেখেছি। রনবির কাপুড় ও নার্গিস ফাকড়ির অসাধারণ অভিনয় এই চলচ্চিত্রকে অন্য মাত্রায় পৌছে দিয়েছে। রনবির কাপুড় জানারদান জর্ডান চরিত্রটিকে খুব ভালো করে তুলে ধরেছেন। তাই এই চলচ্চিত্রটি বারবার দেখেছি।
sathikhatun publisher