Answered 2 years ago
ঢাকা আসুন। ঢাকা হচ্ছে দুষ্ট লোকদের শহর। মন্দ লোকদের শহর। ভন্ডদের শহর। খারাপ মানুষদের শহর। সারা বাংলাদেশ থেকে সমস্ত বদ লোকজন ঢাকা এসে জমা হয়েছে। এই শহরে আছে চোর, ছিনতাকারী, পকেটমার। আরো আছে মলম পাটি। সাবধানে থাকবেন। ভালো মানুষ খুঁজে তাদের সাথে মিশবেন। তাদের সাথে চলাফেরা করবেন। রাত ৮ টার পর পারলে ঘর থেকে বের হবেন না। অপরিচিত লোকের সাথে কোনো আলাপে যাবেন না। ববখাটেদের সাথে মিশবেন না।
মেসে থাকুন। মেসের জীবনে সুখ আছে, দুঃখও আছে। টাকা থাকলে উন্নত মেসে থাকতে পারবেন। টাকা না থাকলে দরিদ্র মেসে থাকবেন। মানবেতর জীবনযাপন করবেন। বুয়ার হাতের বাজে রান্না খাবেন। চাকরী পেয়ে ঢাকা আসছেন? না ঢাকা এসে চাকরী খুজবেন? চাকরী করুণ। টাকা ইনকাম করুণ। খারাপ লোকদের পাল্লায় পড়বেন না। নেশা করবেন না। যে মেসে উঠবেন সে মেসে যেন কনো নেশাখোর না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর শুনুন এ শহর যাদুর শহর নয়। এই শহরে জন্ম নিয়েছি। এখন বুড়ো হতে চলেছি।
প্রতিদিন অসংখ্য মানুষ ঢাক আসছে। ঢাকা এসে কারো কারো স্বপ্ন পূরন হয়। কারো কারো স্বপ্ন পূরন হয় না। ঢাকাকে যাদুর শহর মনে করবেন না। ঢাকা হচ্ছে নিষ্ঠুর এক শহর। এই শহরে ভালো মানুষ খুঁজে পাবেন না। সবাই চেষ্টা করবে আপনাকে ঠকাতে। গ্রাম আর শহর এক নয়। গ্রাম আর শহরের মানুষজন এক রকম নয়। এ শহরের কাউকে আপন ভাববেন না। সম্পূর্ন নিজের যোগ্যতায় আপনাকে টিকে থাকতে হবে।
jakirrana publisher