যে যেমন তার সাথে তার মতো করে চলতে হলে কী করা যেতে পারে?

1 Answers   10.2 K

Answered 1 year ago

যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তাকে সেই ফুল দিয়েই পুজো করতে হবে।জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা,কোনো বিবেচকের কাজ নয়। আবার এটাও ঠিক,দুধ-কলা দিয়ে কাল-সাপ পুষতে নেই। বুঝতে হতে হবে, যুদ্ধে জেতার জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হতে পারে আবার সময়-জ্ঞানে নিখুঁত হয়ে সিদ্ধান্ত নিতে হবে," অফেন্স ইজ দ্য বেষ্ট ডিফেন্স। "অতএব যে জ্ঞানী ও বুদ্ধিমান তার সাথে নমনীয় আচরণ করতে আবার যে কুটিল ও মামলা-বাজ তার বিরুদ্ধে দুঢ় পদক্ষেপ নিতে হবে।"
Shaira Khatun
shaira985
239 Points

Popular Questions