যে কারণে টাই পরা নিষিদ্ধ করতে যাচ্ছে তালেবান! ?

1 Answers   5.9 K

Answered 1 year ago

গলায় টাই পরা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন তালেবান নেতা মোহাম্মদ হাশিম শহিদ রর। তিনি আফগানিস্তানের ‘আচরণ নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর প্রধান। বুধবার তিনি এক সংবাদ সম্মেলনে পুরুষের গলায় টাই পরার তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন যে, এই টাই আসলে খ্রিস্টানদের প্রতীক। তাই আফগান সমাজ থেকে এই ‘চিহ্ন’ অবশ্যই মুছে ফেলতে হবে। এ খবর দিয়েছে আরটি। খবরে জানানো হয়, হাশিম শহিদের ওই বক্তব্য আফগান টেলিভিশনগুলোতে প্রচারিত হয়েছে। টোলো টিভিতে প্রচারিত তার ওই বক্তব্যের ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি টাই নিয়ে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, আফগানিস্তানের হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানেই দেখা যায় পুরুষরা টাই পরে কাজে আসছেন। কিন্তু এই টাই আসলে খ্রিস্টানদের ক্রুশ। ইসলামি শরিয়া অনুযায়ী এ ধরণের পোশাক পরা নিষিদ্ধ। দেশটির ‘আচরণ নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর কাজ হচ্ছে আফগান নাগরিকদের প্রকাশ্যে চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা। তালেবানের দাবি, তারা ইসলামি শরিয়া অনুযায়ী আফগানদের পরিচালিত করতেই এই কড়াকড়ি আরোপ করছে। অধিপ্তরের প্রধান হাশিম শহিদ আরও দাবি করেন, টাই হচ্ছে প্যাগান বা পৌত্তলিকদের প্রতীক। তালেবানের কঠোর সামাজিক নিয়ন্ত্রণের ইতিহাস রয়েছে। কিন্তু ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে পুরুষদের পোশাকের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি তারা। মূলত পাবলিক প্লেসে যাওয়ার সময় নারীদের বোরকা বা হিজাব দিয়ে ঢেকে রাখার কড়া নির্দেশ রয়েছে আফগানিস্তানে। এমনকি বিউটি পার্লারও নিষিদ্ধ দেশটিতে। এবারই প্রথম পুরুষের পোশাকের ওপর নিষেধাজ্ঞা আসতে দিতে যাচ্ছে তালেবান।
Ripon Ahmed
riponahmed
311 Points

Popular Questions