যেহেতু পৃথিবী একটি অত্যন্ত বিপজ্জনক জায়গা, আপনি কী সতর্কতা অবলম্বন করেন এবং কীভাবে আপনি বিপদ মোকাবেলা করবেন?

1 Answers   13.4 K

Answered 2 years ago

বেশী চাওয়ার কারনে কিংবা তাড়াতাড়ি চাওয়া উভয়টি লোভ এবং উভয় কারনে মানুষ বিপদে পড়তে পারে। আপনি হয়তো বেশি চাওয়া লোভ এটা জানেন। কিন্তু তাড়াতাড়ি চাওয়াও বিপদ ঢেকে আনে। যাই করবেন সময় নিয়ে যাচাই বাছাই করে করবেন বিপদে পড়বেন কম।

আসক্তিতে জড়ালে মৃত্যু। তাই কোন প্রকার আসক্তিতে জড়াবেন না।

আসক্তি মনকে সংকোচিত করতে করতে একটি ক্ষুদ্র জায়গায় নিয়ে আসে। পরে ঐ তুচ্ছ জিনিসটি না পেলেই হতাশা ও মৃত্যু।

মাদকাসক্তি মনকে সংকোচিত করে কেবল মদের মধ্যে নিবিদ্ধ করে। পরে মদ না পেলে হতাশা ও মৃত্যু।

তাহলে আসক্তি হলো চিন্তার ভ্রমের কারনে তুচ্ছ বিষয় বেশি আকর্ষনীয় হয়ে পড়া। নগন্য বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া।

যেমনঃ ছাগলে শিম পাতা খেয়ে ফেলছে। কোপাকুপিতে দুই জন নিহত।

আসক্তিতে মৃত্যুর কিছু উদাহরনঃ

১) আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে পানিতে তলিয়ে গিয়েছিল। সাতরিয়ে গাড়ি বের করতে গিয়ে সলিল সমাধি হয়েছে সাত জন। এটা হলো গাড়ির প্রতি আসক্তি

২) মটর সাইকেলে মৃত্যু জেনেও মটরসাইকেল ক্রয়। এটাও চিন্তার ভ্রম/আসক্তি

৩) চাকুরী না পেয়ে আত্মহত্যা। চাকুরীর প্রতি আসক্তি।

৪) পরকীয়ায় আসক্ত স্বামী। স্ত্রী কর্তৃক খুন।

৫) সার্টিফিকেট না পেয়ে আত্মহত্যা। কারন সার্টিফিকেটের প্রতি আসক্তি।

৬) জিপিএ ৫ না পেয়ে আত্মহত্যা। কারন জিপিএ ৫ এর প্রতি আসক্তি।

৭) প্রেমিকের সঙ্গে অন্য মেয়ের ঘনিষ্ঠ ছবি দেখে প্রেমিকার আ'ত্মহত্যা

৮) আমি তো সেদিন মরে গেছি যেদিন তুমি অন্য নারীতে আসক্ত হয়েছো। আসলে তুমি মরে গেছো স্বামী আসক্তির কারনে।

সমাধানঃ আমরা নিরাসক্ত হবো। ত্যাগের জীবন গড়বো। ভোগে ক্ষয়। ভোগে আসক্তি। আসক্তি পূরন করতে গিয়ে সহিংসতা হয়।

ধন্যবাদ

Shuvo
shuvo
319 Points

Popular Questions